শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুদকের অভিযানে ৫৪ মেট্রিক টন চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে সরকারি খাদ্যগুদামের বস্তাভর্তি ৫৪ মেট্রিক টন চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় এই অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। জানা গেছে, দুদক অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযানে যায়। অভিযানে খাদ্য অধিদফতরের সিলসহ ৫৪ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। ১৩৮৬টি চালের বস্তা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের সার্কেল এসপির উপস্থিতিতে জব্দ করা হয়। এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কো¤পানি এসেনসিয়াল ড্রাগস কো¤পানি লিমিটেডে (ইডিসিএল)  কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নারগিস আক্তার এবং মইনুল হাসান রওশনীর সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান চালায়। দুদক টিম জানতে পারে, ইডিসিএলে অস্থায়ী কর্মচারী নিয়োগের বিধিমালা না থাকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অস্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে। এভাবে গত দুই বছরে ৮১ জনকে মাস্টাররোলে নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অনিয়মের যথেষ্ট সুযোগ থাকায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে দুদক টিম মনে করে। এদিকে যশোরের জেলা সমাজসেবা অফিস  ট্রেনিংয়ের টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর