শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চাঁদপুরের মাছঘাট ইলিশে সয়লাব

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মাছঘাট ইলিশে সয়লাব

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের আড়তগুলো ইলিশে সয়লাব।  ট্রলার ও ট্রাকে হাজার হাজার মণ ইলিশ নামছে এই ঘাটে। এখানে পাইকারি দামে বিক্রি হচ্ছে ইলিশ। আড়তে খুচরা ক্রেতার সংখ্যাও কম নয়। মাছ ঘাটের প্রতিটি আড়তের সামনে এখন ইলিশের স্তূপ। প্রতি মণ ইলিশ ১৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গতকাল সকালে মাছঘাটে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চল  থেকে আসা ট্রলারগুলো থেকে শ্রমিকরা টুকরি দিয়ে  ইলিশ নামাচ্ছেন। অন্যদিকে শ্রমিকরা আড়তের সামনে বড় স্তূপ করে ইলিশ সাজাচ্ছেন। ডাক দিয়ে বিক্রির পর, বাক্স ভর্তি করে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়। ব্যবসায়ী ও   ক্রেতাদের ভিড়ে ঘাটে হাঁটার অবস্থা নেই। খুচরা ক্রেতা লোকমান হোসেন বলেন, আড়তে এসে দেখি ইলিশের দাম বেশি। কারণ এখানে অল্প ইলিশ কিনে লাভ হবে না। তারপরও অনেকেই তাজা ইলিশ কিনতে এখানে ভিড় জমাচ্ছেন। আড়তদার আব্দুল মালেক দেওয়ান বলেন, দাক্ষিণাঞ্চলের পাশাপাশি কয়েকদিন যাবত স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ আমদানি শুরু হয়েছে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ইলিশ কেনা-বেচা হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে স্থানীয় ইলিশের আমদানি বেড়েছে। মা ইলিশের নিষেধাজ্ঞার পূর্ব পর্যন্ত এই অবস্থা থাকলে জেলে ও ব্যবসায়ীরা লাভবান হবেন।

 

সর্বশেষ খবর