রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুশিক্ষায় শিক্ষিত হতে হবে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রতিক্রিয়াশীলতার কোনো স্থান নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলতে হবে। গতকাল সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন    রতন ও শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে সুনামগঞ্জ সরকারি কলেজের পাঁচতলাবিশিষ্ট নবনির্মিত ছাত্রীনিবাস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। এর আগে কলেজের নবনির্মিত প্রধান ফটকও উদ্বোধন করেন মন্ত্রী। স্থানীয় ব্যবসায়ী মো. জিয়াউল হক এই ফটক নির্মাণের ব্যয়ভার বহন করেছেন।

সর্বশেষ খবর