রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাবি অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে আলোচনা সভায় বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা রাষ্ট্র ভেঙেছি, ছোট করেছি। কিন্তু রাষ্ট্রের পিতৃতান্ত্রিক চরিত্র বদলাতে পারিনি। জ্ঞানচর্চার মাধ্যমে এই পরিবর্তন আসবে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের প্রথম মানদ  থাকে শিক্ষকদের গবেষণার মান, সাইটেশন কতটা ভালো। ফলে সহজেই বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে কতটা ভালো শিক্ষক পাচ্ছি। এ সময় তিনি গবেষণায় সহায়তায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও লাইব্রেরি সংস্কারে উদ্যোগ নিয়েছি। আগামীতে র‌্যাংকিংয়ে উন্নতির জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিব। অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ডাকসুর সাবেক জিএস মোস্তাক হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী ও রকীবউদ্দীন আহমেদ, বর্তমান মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ।

সর্বশেষ খবর