সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিদেশে কর্মসংস্থানে ‘সিমুলেটর’ পদ্ধতিতে ড্রাইভিং প্রশিক্ষণ চালু

সামছুজ্জামান শাহীন, খুলনা

বিদেশে কর্মসংস্থানে ‘সিমুলেটর’ পদ্ধতিতে ড্রাইভিং প্রশিক্ষণ চালু

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রথমবারের মতো চালু হয়েছে ‘সিমুলেটর’ পদ্ধতিতে ড্রাইভিং প্রশিক্ষণ। খুলনার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভার্চুয়াল স্টিয়ারিং হুইল, গিয়ারবক্স, ব্রেক, এক্সেলেটরের মাধ্যমে এ ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে যানবাহনে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা ও ড্রাইভিং অভিজ্ঞতা অর্জন করতে পারছে আগ্রহী তরুণ-যুবকরা।

প্রশিক্ষকরা বলছেন, সিমুলেটর পদ্ধতিতে ড্রাইভিং অনুশীলন মূলত গেমিং অভিজ্ঞতা। বাস্তবে সড়কে-মহাসড়কে নিখুঁত ড্রাইভিংয়ের ক্ষেত্রে এটি কার্যকরী। এ ছাড়া মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানে বাংলাদেশি কর্মীদের সিমুলেটর পদ্ধতিতে ড্রাইভিং অভিজ্ঞতা যাচাই করা হচ্ছে। এ কারণে পেশাগত দক্ষতা অর্জন করা গেলে দক্ষ শ্রমিক রফতানি সম্ভব হবে। জানা যায়, গত তিন বছরে খুলনা অঞ্চল থেকে বিদেশে কর্মসংস্থান হয়েছে ২০ হাজারের বেশি শ্রমিকের। শ্রম অধিদফতরের তথ্য অনুযায়ী, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিকই ছিল অদক্ষ। ফলে বিদেশে তাদের নানা ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হতো। খুলনার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নিয়োগকর্তা চাকরিপ্রার্থীর হাতে দামি গাড়ি দেওয়ার আগে সিমুলেটর পদ্ধতিতে অভিজ্ঞতা যাচাই করে। কিন্তু প্রশিক্ষণার্থীদের এ বিষয়ে ধারণা না থাকায় তারা জটিলতায় পড়ছে। এ কারণে চলমান পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের কর্মীদের প্রশিক্ষণে সিমুলেটর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এতে আগ্রহী তরুণরা ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ, ট্রাফিক আইন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভাষা-পরিবেশ সম্পর্কে জানতে পারছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর