সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে ফের প্রশাসনের চাপের মুখে বিএনপি

ফারুক তাহের, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচিতে ফের বাধা দিচ্ছে প্রশাসন। তাই চাপের মুখে স্থানীয় ও কেন্দ্রীয় কোনো কর্মসূচিই সুষ্ঠুভাবে পালন করতে পারছেন না বিএনপির নেতা-কর্মীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কয়েকদিন বিএনপি ও অঙ্গ-সংগঠনের কাজে বাধা না দিলেও ফের মারমুখী অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী- এমন অভিযোগ নগর বিএনপি নেতৃবৃন্দের। গত দুই মাসে বিএনপি, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ৪টি কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে বিএনপি নেতা-কর্মীরা আবারও মামলার ভয়ে রাজপথ ছেড়ে আত্মগোপনে যাচ্ছেন বলেও জানা গেছে।

এদিকে গত ২৫ আগস্ট নগরীর নূর আহম্মদ সড়কে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণকালে বাধা দেয় পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক হেলাল খানসহ নগর বিএনপি নেতৃবৃন্দ। একইভাবে বিএনপি   চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। সর্বশেষ শনিবার নগরীতে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি নগর স্বেচ্ছাসেবক দল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংগঠনটি এই মানববন্ধনের আয়োজন করেছিল। পরে দলীয় কার্যালয়ে গিয়ে বিএনপি নেতাদের উপস্থিতিতে তারা সমাবেশ করে। সংগঠনটির নেতারা জানান, শনিবার সকালে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহম্মদ সড়কে সারিবদ্ধভাবে দাঁড়াতে শুরু করলে পুলিশ এসে তাদের সেখান  থেকে সরে যাওয়ার অনুরোধ করে। মানববন্ধন করার অনুমতি পুলিশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর