সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুতে বরিশাল দিনাজপুরে দুই নারীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন হাসপাতালে গতকালও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪২ রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া এদিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) এক নারী এবং দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরেক নারী রোগীর মৃত্যু হয়েছে।

বরিশাল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, এ নারী রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টায় মারা যান। তার নাম সাধনা রানী (৪৫)। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামের বাবুল চন্দ্র হালাদারের স্ত্রী। এ নিয়ে শেরেবাংলা মেডিকেলে মোট ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।  দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার (২৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। জানা গেছে, তিনি গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং রাত ২টার দিকে তিনি মারা যান। শিল্পী আক্তার ঠাকুরগাঁও জেলা সদরের সালোন্দার গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর