সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বসুন্ধরা সিমেন্টের বাড়ি নির্মাণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের আয়োজনে স্থাপনা নির্মাণে সচেতনতা বাড়াতে ‘আমার বাড়ি, আমার নিরাপত্তা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে খুলনা ক্লাবে আয়োজিত এ কর্মশালায় ৫০ জন বাড়িওয়ালা অংশ নেন। বাড়ি নির্মাণসংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার আবুল হাসান। বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক স্থাপনা পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। মেসার্স আবদুল রাজ্জাক আজিজের স্বত্বাধিকারী মো. আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী হামিদুল বারী, খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. রাশেদুল ইসলাম, স্থানীয় স্থপতি ও প্রকৌশলীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর