সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হিসাবধারীর প্রত্যয়ন ছাড়াই খোলা যাবে ব্যাংক হিসাব

লাগবে শুধু জাতীয় পরিচয়পত্র ও ছবি

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট বা হিসাব খুলতে দিতে হয় প্রায় ১০০ ধরনের তথ্য, যার মধ্যে বেশির ভাগই অপ্রয়োজনীয়। বেশ কিছু আবার ব্যাংক কর্তৃপক্ষের পূরণ করার নিয়ম। কিন্তু তা চাপিয়ে দেওয়া হয় গ্রাহকদের ওপর। আগামী মাস থেকে সব বাদ দিয়ে শুধু ব্যাংকের হিসাব খোলার ফরম হবে দুই পাতার। কিছু সুনির্দিষ্ট তথ্য পূরণ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে যে কোনো বাংলাদেশি ব্যাংকের হিসাব খুলতে পারবেন। এমনকি লাগবে না সংশ্লিষ্ট ব্যাংকের একজন হিসাবধারীর পরিচয় প্রদান প্রত্যয়নও।

ব্যাংকের ব্যবহৃত ফরমগুলো সহজীকরণের জন্য গঠিত কমিটির বৈঠকে গতকাল এসব সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, মন্ত্রিপরিষদ বিভাগ, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর