সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সিসিক মেয়র আরিফকে হত্যার হুমকি

সিলেটে কলম বিরতি বিএনপির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দেওয়া হয় ঢাকার সাভার থেকে। পুলিশ কল ট্র্যাক করে বিষয়টি নিশ্চিত হয়েছে। এদিকে, মেয়রকে হুমকির প্রতিবাদে গতকাল সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। এছাড়া মেয়রকে হত্যার হুমকিতে উদ্বেগ জানিয়েছে জেলা বিএনপি। জানা গেছে, শনিবার সকালে দুটি নম্বর থেকে মেয়র আরিফের ব্যক্তিগত নম্বরে কল করে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে মেয়রের পক্ষে সিসিকের জনসংযোগ কর্মকর্তা নগরীর কোতোয়ালি থানায় জিডি করেন। কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হুমকিদাতার অবস্থান শনাক্ত করা হয় ঢাকার সাভার। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, ‘কোন এলাকা থেকে হুমকি দেওয়া হয়, তা জানা গেছে। হুমকিদাতার পুরো নাম-পরিচয় জানতে কাজ করছে পুলিশ।’ এদিকে, গতকাল নগর ভবনে কলম বিরতি কর্মসূচি থেকে মেয়রকে নিরাপত্তা প্রদান ও হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন সিসিক কাউন্সিলরবৃন্দ। এদিকে, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘নগরীর উন্নয়নে মেয়র যখন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছেন, তখন তাকে হুমকি উন্নয়নের অন্তরায়। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর