মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
দুই হাসপাতালে দুই সংকট

২১ মাসেও সংস্কার হয়নি দুই ব্লক, ভোগান্তি

ময়মনসিংহ মেডিকেল

সৈয়দ নোমান, ময়মনসিংহ

২০১৮ সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের চারতলা আলাদা দুটি ব্লকের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ২১ মাস পেরিয়ে গেলেও এখনো ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের জুন মাসে ওই দুটি ব্লকের কাজ শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা ছিল।

অভিযোগ রয়েছে, শুরু থেকেই ধীরগতির কাজের জন্য সময়মতো শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে জায়গা সংকটে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কাক্সিক্ষত সেবা না পাওয়াসহ দুর্ভোগে পড়ছেন রোগীরা। দুটি ব্লকের আটটি ওয়ার্ড থেকে বের করে আনা এক হাজারের বেশি রোগীর চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা, মেঝে ও সিঁড়ির করিডরে। গণপূর্ত বিভাগের স্থানীয় নির্বাহী প্রকৌশলী বদরুল আলম বলেন, অবিলম্বে ভবনের কাজ শেষ করে হস্তান্তরের চেষ্টা চলছে। জানা গেছে, চারতলা বিশিষ্ট পুরনো ভবনের আটটি ওয়ার্ডে রেট্রোফিটিং মেরামত ও সংস্কার কাজের জন্য গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয় ২০১৮ সালের জানুয়ারি মাসে। চুক্তি মতে, জাইকার টেকনিক্যাল সহায়তায় ৯ কোটি টাকা ব্যয়ে ঠিকাদার খন্দকার শাহীন আহমদ ও নাইমা এন্টারপ্রাইজ জয়েন্ট ভেঞ্চারে চলতি বছর জুন মাসে দুটি ব্লকের কাজ শেষে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু এখনো বুঝিয়ে দিতে পারেনি। তবে একটি ব্লকের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে গণপূর্ত বিভাগ দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, নির্মাণ কাজে নানা ত্রুটির কথা। ব্লকের ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ার ঘটনা ধরা পড়েছে। এসব ত্রুটি সারানোর পর চলতি সেপ্টেম্বর মাসে ভবনটি বুঝে নিলেও সব কটি ওয়ার্ডে এখনো রোগী স্থানান্তর করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়াও দরজা, জানালা, বাথরুম ফিটিংসসহ টাইলসের কাজ বাকি রয়েছে। হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, ‘ওই দুটি ব্লকে প্রায় ২৫০ রোগীর বেডের ব্যবস্থা রয়েছে। জুনে কাজ শেষ করার কথা থাকলেও অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে গণপূর্ত। তবে কাজের যে গতি এতে মনে হচ্ছে না ডিসেম্বরের আগে স্থানান্তর করতে পারবে।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর