মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জনগণ অন্যায়ের জবাব দিতে প্রস্তুত : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সরকারি দলের দুর্নীতির সমালোচনা করে বলেছেন, যারা বন্যার্তদের খাদ্য আত্মসাৎ করেছে, শিশুখাদ্য লুট করেছে; এ দেশের মাটিতেই তাদের বিচার হবে। তারা কেউ পালিয়ে যেতে পারবে না। আর চারদিকে ভয় আর আতঙ্ক সৃষ্টি করে রেখেও বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। জনগণ তাদের সব অন্যায়ের জবাব দিতে প্রস্তুত রয়েছে। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওলামা দলের আহ্বায়ক শাহ মো. নেছারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম, সেলিম রেজাসহ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 রিজভী আহমেদ বলেন, ক্ষমতাসীন সরকারের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাতে ইলিয়ড ওডেসির মতো মহাকাব্য লেখা যাবে। আজকে এমনই অনাচারের মধ্যে দেশ পড়েছে।

কিন্তু এ সরকার জনগণকে ভয় পায়। রাজশাহীর জনসভায় বাধা দেওয়া হয়েছে। মাটির বাঁধ এমনকি লোহার বাঁধ দিয়েও তাদের আটকানো যায়নি। পথে পথে বাধা ও গ্রেফতার অতিক্রম করে জনসভা সফল করেছে তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর