মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লঞ্চ টার্মিনালের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে লঞ্চ টার্মিনালগুলোতে ঢোকার টিকিটের দাম দ্বিগুণ হয়েছে। এখন প্রতিবার ঢুকতে প্রতিজনের ৫ টাকার টিকিট কাটতে হয়। আজ ১ অক্টোবর মঙ্গলবার থেকে প্রতি টিকিটে নেওয়া হবে ১০ টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যে কোনো টোল বা শুল্ক, তা সরকারের অনুমোদনক্রমে চালু করা হয়। এ শুল্ক সরকারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অনুমোদন করায় ১ অক্টোবর থেকে চালু হচ্ছে। জানা গেছে, সারা দেশে ৩২টি নদীবন্দর থাকলেও ২৮টি নদীবন্দর চালু রয়েছে। এ ছাড়া যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর