বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সন্ধ্যা ৬ টার মধ্যে ফলাফল প্রকাশে ইসির নির্দেশ

রংপুর-৩ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

রংপুর-৩ আসনের উপনির্বাচনের ফলাফল সন্ধ্যা ৬টার মধ্যে প্রকাশের বিশেষ নির্দেশনা নিয়েছে নির্বাচন কমিশন-ইসি। ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। এদিকে, এ নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে কোনো কারিগরি সমস্যা দেখা দিলেও তা ভোট গ্রহণে যেন প্রভাব না ফেলে সেজন্য ব্যাপকসংখ্যক লোকবল নিয়োজিত করছে নির্বাচন কমিশন। রাখা হবে রিজার্ভ কারিগরি টিম; যারা কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ সেখানে যাবেন। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ভোটের ফল দ্রুত প্রকাশ নিশ্চিত করতে হবে। সব কেন্দ্রের সার্বিক ফল অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যে প্রকাশ করতে হবে। আর বৈদ্যুতিক বা অন্য কোনো নেটওয়ার্কিং সমস্যার কারণে ফল প্রকাশ কেন্দ্রে করতে না পারলে, ভোট গণনা শেষে তা সড়কপথে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিতে হবে। ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে যে ইভিএম ব্যবহার করা হচ্ছে তা খুবই উন্নতমানের। এতে কারচুপি সম্ভব নয়।

 আর এই ইভিএম দিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ভোট গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর