বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সম্রাটকে আইনের আওতায় এনে বিচার করা হবে : হানিফ

সুনামগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট গ্রেফতার প্রসঙ্গে বলেন, গণ্যমাধ্যমে যেহেতু বলা হচ্ছে তাকে হয়তো আটক করা হয়েছে, সেটি গণ্যমাধ্যমই বলতে পারবে। তবে আমরা বলছি অপরাধীর কোনো দল নেই। তার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে। সে যেখানেই থাকুক না কেন তাকে ধরে আইনের আওতায় এনে বিচার করা হবে। গতকাল সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  গতকাল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শেষ হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন,  ক্লাবগুলোতে জুয়া, হাউজি খেলা অনেক আগে থেকেই চালু ছিল, এটা ক্লাবের সঙ্গে সম্পৃক্ত। এর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর সঙ্গে যদি আওয়ামী লীগ কিংবা যুবলীগের কেউ জড়িত হয় তার জন্য সে অপরাধী, দল অপরাধী হতে পারে না। মোহামেডান ক্লাবের লোকমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন বিশ্বস্ত অনুচর। তিনি ক্যাসিনো থেকে ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ায় পাচার করেছেন।

খালেদ মাহমুদ ভূঁইয়া ফ্রিডম পার্টি করেছে, যুবদল করেছে, সুযোগ বুঝে কখন নাম লিখিয়ে সে এখন যুবলীগ সেজে গেছে। মির্জা আব্বাসের ক্যাডার টেন্ডারবাজ জি কে শামীম এখন যুবলীগ নেতা সেজে আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করছে। তিনি বলেন, আমরা এদের ব্যাপারে বসে নেই। গোয়েন্দা সংস্থা দিয়ে এই ১০ বছরের মধ্যে কারা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে অনুপ্রবেশ করেছে তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। অনুপ্রবেশকারী, জুয়াড়ি আর অপরাধীদের অপকর্মের দায় আওয়ামী লীগ নিতে পারে না। তাদের অপকর্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ম্লান হতে দেওয়া যেতে পারে না। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জয়া সেনগুপ্তা এমপি, শামিমা শাহরিয়ার এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট প্রমুখ।

সর্বশেষ খবর