বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
রেলওয়ে শ্রমিক লীগের সম্মেলন

বহাল থাকতে চান সেই বয়োবৃদ্ধরা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হুমায়ুন কবির রেলওয়ে শ্রমিক লীগের সভাপতির দায়িত্বে আছেন ১৩ বছর ধরে। তিনি অবসরে গেছেন ২০১৫ সালে। একইভাবে ১৩ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন হাবিবুর রহমান আখন্দ। তিনিও অবসরে গেছেন ২০০৮ সালে। অনেকে অবসরে গিয়ে মারাও গেছেন। এভাবেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রয়েছেন অবসর প্রাপ্তরা।

আগামাী হতে যাওয়া সম্মেলনে আবারও সেই রেলওয়ে শ্রমিক লীগের কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পেতে অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধরা নানা কৌশলে লবিং-তদবির করছেন। তবে ১০ শতাংশ অবসরপ্রাপ্ত কোটায় সদস্য হয়ে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদেই বহাল থাকছেন আগের নেতারাই। এতে তরুণ নেতৃত্ব তৈরিতে বাধাসহ নানা প্রশ্ন দেখা দিয়েছে রেল অঙ্গনে। পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রচার-প্রচারণাও শুরু হয়েছে বলে জানান রেলসংশ্লিষ্টরা। রেল শ্রমিক লীগের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় সব পদই আঁকড়ে রেখেছেন অবসরপ্রাপ্ত শ্রমিকনেতারা। তিন বছরের কমিটি আজ প্রায় ১৩ বছরের অধিক হলেও নতুন নেতৃত্ব সৃষ্টির কোনো ধরনের তৎপরতা নেই। রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অবসরপ্রাপ্ত রেল শ্রমিক লীগ নেতাদের মধ্যে চারজন কমিটিতে থাকতে পারবেন।

এতে কারা সভাপতি-সম্পাদকসহ নেতৃত্বে আসছেন, তা বিবেচনা করবেন তৃণমূল নেতারা।’

সর্বশেষ খবর