বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
রাষ্ট্রপতি খুলনা আসছেন আজ

নৌবাহিনী ঘাঁটিতে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খালিশপুরে অবস্থিত নৌঘাঁটি বানৌজা তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করা হচ্ছে। নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে এ মর্যাদা প্রদান করা হচ্ছে। আজ বুধবার সকাল ১০টায় নৌঘাঁটি বানৌজা তিতুমীরে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা যায়, নতুন দিগন্তের সূচনালগ্নে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে বানৌজা তিতুমীরে উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠানকে সফল করতে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে খুলনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতি ২০১৭ সালের ৮ নভেম্বর খুলনার বানৌজা তিতুমীরে এসেছিলেন। ওই সময় তিনি যুদ্ধজাহাজ দুর্গম ও নিশান এবং সাবমেরিন টাগ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন।

সর্বশেষ খবর