শিরোনাম
বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আরডিএর ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে সাড়ে ৫০ কাঠা জমি বরাদ্দ দেওয়ার অভিযোগে গতকাল কমিশনের সভায় তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়ে বলেন, শিগগির এ ঘটনায় মামলা করা হবে। মামলার সম্ভাব্য আসামিরা হলেন- আরডিএর সাবেক চেয়ারম্যান                তপন চন্দ্র মজুমদার, সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, বোয়ালিয়ার বাসিন্দা মো. এনামুল হক, রাজশাহীর বাসিন্দা আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম ও মো. খায়রুল আলম, লক্ষ্মীপুরের ডা. মো. রবিউল ইসলাম স্বপন এবং অ্যাসথেটিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুল হক।

সর্বশেষ খবর