বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বরিশালে দুলাল হত্যা মামলা

পুনঃতদন্তের নির্দেশ পিবিআইকে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নগরীর সাগরদী এলাকায় দুলাল সিকদার হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান গত সোমবার বিকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নতুন করে এই নির্দেশ দেন। এর আগে আদালত মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. আরাফাত হোসেনের দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। আদালত সূত্র জানায়, আগের তদন্ত কর্মকর্তা এসআই আরাফাত হোসেন আটজনকে অভিযুক্ত করে গত ২৮ এপ্রিল দুলাল সিকদার হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ১৩ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপরিশ করেন তদন্ত কর্মকর্তা। নিহতের স্ত্রী রহিমা আক্তার আদালতে ওই অভিযোগপত্রের আপত্তি জানিয়ে মামলা পুনঃতদন্তের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারক পুলিশের দেওয়া অভিযোপত্র প্রত্যাখ্যান করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ নভেম্বর বিকালে নগরীর সাগরদী দরগাবাড়ি এলাকায় সরকারি দুগ্ধ খামার কর্মচারী দুলাল সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

সর্বশেষ খবর