বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গবেষক যাকারিয়ার জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

গতকাল ছিল প্রত্নতত্ত্ব গবেষক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ১০১তম জন্মদিন। তার লেখা বই নিয়ে ছোট্ট পরিসরের প্রদর্শনী, আলোচনা ও গানে গানে দিবসটি উদ্যাপন করেছে ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি।

বিকালে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানের শুরুতেই  রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ইশরাত জাহান কাঁকন, সেঁজুতি নওরোজ, অরুণা সরকার, যাকারিয়ার মেয়ে সুফিয়া আতিয়া যাকারিয়া।

আরেফিন সিদ্দিক বলেন, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ছিলেন প্রজ্ঞাবান, বিচক্ষণ ও সুশিক্ষিত মানুষ।

যাকারিয়ার ছেলে মারুফ শমসের যাকারিয়া বলেন, বাবার জ্ঞানের জন্য তার যেমন পিপাসা ছিল, জ্ঞান বিতরণেও ছিল ভীষণ আগ্রহ।

২১ বছরে চ্যানেল আই

গতকাল ২১ বছরে পদার্পণ করেছে চ্যানেল আই। পদার্পণের এ আয়োজনকে বর্ণাঢ্যভাবে উদ্যাপন করেছে চ্যানেলটি। বেলা ১১টায় প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশিষ্টজন ও চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে এবং বেলুন উড়িয়ে ২১ বছরে পর্দাপণের দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ আবুল মকসুদ, আজাদ রহমান, সাংবাদিক সাইফুল আলম, ইনামুল হক চৌধুরী প্রমুখ। এরপর ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা।

সর্বশেষ খবর