শিরোনাম
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

রংপুরের মাঠে জি এম কাদের, রাঙ্গা, টুকু, দুলু, তাবিথ আউয়াল

রেজাউল করিম মানিক, রংপুর

শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

৫ অক্টোবর শনিবার রংপুর-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে গতকাল লাঙ্গল ও ধানের শীষ প্রার্থীর পক্ষে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা চালানো হয়েছে। মাঠে সরব-সরগরম উপস্থিতি ছিল মহাজোটের লাঙ্গলের ও ২০-দলীয় জোটের বিএনপির ধানের শীষের কেন্দ্রীয় নেতাদেরও। পথসভা, সভা, শোডাউন, গণসংযোগ, একান্ত বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন তারা। নির্বাচনে মনিটরিং করতে রংপুর এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, নির্বাহী সদস্য তাবিথ আউয়ালসহ দুই জোটের শীর্ষ নেতারা। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ গতকাল সকালে রংপুর মহানগরীর সিটি বাজার, প্রেস ক্লাব, সুপার মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। বিকালে তিনি শাপলা চত্বরে যৌথ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, জাতীয় পার্টির  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রাজ্জাক,  রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ। বিকালে রংপুর এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, আদেলুর রহমান আদেল এমপিসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান সাতমাথা, মডার্ন মোড়, নজিরের হাট, পালিচড়ায় পথসভায় মিলিত হন। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে তাকে নিয়ে নেতা-কর্মীরা নগরীতে একটি শোডাউন করেন। এ ছাড়াও পায়রা চত্বর, গ্র্যান্ড হোটেল মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এই আসনের উপনির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু,  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, লেবার পার্টির সভাপতি ড. মোস্তাফিজার রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, যুবদলের সাবেক সভাপতি আবদুল খালেক, রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ। বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, প্রশাসন ও সরকার এই নির্বাচনেও তাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছে। তারা কোনো আচরণবিধি মানছেন না। ভোটাররা শঙ্কায় আছেন ভোট ৫ তারিখে হবে নাকি ৪ তারিখ গভীর রাতেই  শেষ হয়ে যাবে। দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে টুকু বলেন, এই নির্বাচনেও সরকার কোনো নিরপেক্ষতা রাখছে না। মহাজোট প্রার্থী আচরণবিধিকে তোয়াক্কাই করছেন না। উল্টো আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। নতুন মামলা দেওয়া হচ্ছে। প্রচারণায় অংশ নিতে দেওয়া হচ্ছে না। দলীয় প্রিসাইটিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ইভিএমে অবৈধভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এ ছাড়া এদিন হোটেল নর্থ ভিউতে নির্বাচন বিষয়ে সভা করেছে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্র মিশন। স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, এনপিপির আম প্রতীকের শফিউল আলম, মাছ প্রতীকের গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী  তৌহিদুর রহমান ম ল বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

আজই শেষ প্রচারণা : রংপুর-৩ শূন্য আসনে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা আজ সকাল ৮টা পর থেকেই  শেষ হচ্ছে। আগামী শনিবার এ আসনে ভোট গ্রহণ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর