বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
রংপুর-৩ উপনির্বাচন

মাঠে থাকবে ইসির টিম শেখানো হবে ইভিএম

নিজস্ব প্রতিবেদক

রংপুর-৩ আসনের ভোটারদের আজ ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শেখাবে নির্বাচন কমিশন-ইসি। আজ এ আসনের সব কেন্দ্রে ইভিএমে মক ভোট নেওয়ার ব্যবস্থা করেছে ইসি। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটদানের পদ্ধতি জানতে পারবেন এবং পরীক্ষামূলক ভোট দিতেও পারবেন ভোটাররা। এ মক ভোটে ভোটার উপস্থিতির জন্য শহরজুড়ে প্রচারও করেছে ইসি। এদিকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে অনিয়ম ঠেকাতে এবং ভোট পর্যবেক্ষণে বিশেষ টিম রাখছে নির্বাচন কমিশন। ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে এই বিশেষ টিম। ভোটের পরিস্থিতির বিষয়ে তৎক্ষণাৎ প্রতিবেদনও ইসির কাছে পাঠাবেন টিম সদস্যরা। ইসি কর্মকর্তারা বলছেন, ভোটের দিন কোনো ধরনের অনিয়ম ঘটলে তার তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে নিজস্ব কর্মকর্তাদের নিয়ে ‘বিশেষ টিম’ ভোটের মাঠে রাখছে ইসি। এ টিমের কাজ হবে ভোট গ্রহণের শুরু থেকেই ইসিতে নির্বাচনের ‘পরিস্থিতি প্রতিবেদন’ পাঠানো। সেই প্রতিবেদন অনুযায়ী কমিশন তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। আজ মক ভোটিং : ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি শেখানোসংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান। এতে বলা হয়েছে, ৩ অক্টোবর সব কেন্দ্রে ইভিএমে মক ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে। ভোটে থাকছে ইসির ‘বিশেষ টিম’ : ইসি কর্মকর্তারা বলছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তারা সর্বক্ষণ তৎপর থাকবেন। কিন্তু ইসির নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ওই ‘বিশেষ টিমের’ কাজ হবে সময় সময় পরিস্থিতি প্রতিবেদন ইসিতে পাঠানো।

ইসির উপসচিব আতিয়ার রহমান ইতিমধ্যে বিশেষ টিম নিয়োগের নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, ভোট গ্রহণ চলাকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ করা হবে। এ কার্যক্রম ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত চলবে। এ কাজে কোন কোন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাদের নাম ও পদবি দ্রুত জানাতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের টেলিফোন নম্বর ও ফ্যাক্স সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে হবে। উপনির্বাচনে ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর