বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে পিটুনি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক বড়পাথার গ্রামের মাহফুজার রহমান বাবলুকে (৬০) অপহরণের পর পিটুনি দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের মোফাজ্জল হোসেনের (৪০) কাছে বেড়াগাড়ী গ্রামের নাদিম হোসেন (৩৫) ব্যবসা সংক্রান্ত ৫০ হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। নাদিম বিষয়টির প্রতিকারে মাহফুজার রহমান বাবলুর (৬০) দ্বারস্থ হয়। তখন এক বৈঠকে মোফাজ্জল বাবুল ঠিক করে দেন, নাদিমকে তার প্রাপ্য টাকা দুই মাসের মধ্যে দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ে মোফাজ্জল টাকা ফেরত দেননি। এতে ক্ষিপ্ত হয়ে নাদিম আ’লীগ নেতা বাবলুকে দোষারোপ করতে থাকে। মাঝে-মধ্যে বাবলুকে মোবাইল ফোনে অপহরণ করে ওই পাওনা টাকা তার কাছ থেকে আদায় করে নেবেন বলে হুমকি-ধমকি দিতে থাকেন নাদিম। এর ধারাবাহিকতায় গত রবিবার দুপুরে পুরনো থানা ভবনের সামনে থেকে নাদিমের নেতৃত্বে ৯ পিস্তলধারী ব্যক্তি অস্ত্রের মুখে বাবলুকে জিম্মি করে মোটরসাইকেলে তুলে অপহরণ করে জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ শেখের অফিসে নিয়ে যান। সেখানে তাকে বেদম পিটুনি দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এ খবর পেয়ে বাবলুর স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মাহফুজার রহমান বাবলু বাদী হয়ে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে ৯ জনের নামে থানায় মামলা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর