বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
খুলনা বিশ্ববিদ্যালয়

১২১৭ আসনে ভর্তিচ্ছু ৩২ হাজার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ২৯টি ডিসিপ্লিনে ১২১৭ আসনে ভর্তির জন্য ৩২ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ জন। তবে ১২১৭টি আসন ছাড়াও প্রতিটি ডিসিপ্লিনে দুইজন করে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় এবং আইসিটি সেল থেকে এসব তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর