বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রিসভা কমিটিতে তিন দরপ্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার বাড়ৈয়ারহাটে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের দরসহ তিনটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৭৩৯ কোটি ৬৩ লাখ ৩১ হাজার টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ সভায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রি-প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতে চট্টগ্রাম বাড়ৈয়ারহাট ১৩২/৩৩ কেভি সাবস্টেশনের নিকটবর্তী স্থানে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪১৮ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো এক্সপোর্ট কসপিটিবনেস ফর জবস প্রকল্পের একটি প্যাকেজের সেবার জন্য পরামর্শক নিয়োগের ক্রয় প্রস্তাব, এতে ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (প্রথম পর্যায়) তৃতীয় সংশোধিত প্রকল্প সংশ্লিষ্ট আশ্রয়ণ-২ প্রকল্পের মহেশখালী চ্যানেল পাড়ে ও বাঁকখালী নদীর তীরে স্লোপ প্রতিরক্ষাসহ অন্যান্য কাজের ভেরিয়েশনজনিত ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ৮৬ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকার খরচ বাড়িয়ে মোট খরচ ধরা হয়েছে ২৭৮ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা। এর আগে মূল চুক্তিতে ১৯১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর