শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কাল ভোট রংপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা

রংপুর প্রতিনিধি

রংপুর-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ১৭৫টি কেন্দ্রের আশপাশের ভোটের দিন এবং ভোটের আগের ও পরের দিনের জন্য নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়। এদিকে গতকাল সব কেন্দ্রে মক ভোটিং হলেও তাতে সাড়া পায়নি নির্বাচন কমিশন। মাত্র তিন ভাগ মক ভোট পড়ায় ভোট নিয়ে ভোটারদের অনাগ্রহের বিষয়ে শঙ্কিত নির্বাচন সংশ্লিষ্ট ও প্রার্থীরাও। ফলে অনাগ্রহের এই ভোটে ভোটাররা কতটুকু সাড়া দেবেন তা নিয়েও আছে শঙ্কা। এই আসনে এবার জাতীয় পার্টি ও মহাজোট প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ লাঙ্গল প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি, এনপিপি’র শফিউল আলম আম, গণফ্রন্টের কাজী মা. শহীদুল্লাহ মাছ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন।

মক ভোটিংয়ে অনাগ্রহ : আগামীকাল ভোট উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৭৫টি ভোট কেন্দ্রে মক ভোটিং সম্পন্ন হয়েছে। কিন্তু এই মক ভোটিংয়ে কোনো সাড়া মেলেনি। এ কারণে হতাশায় খোদ নির্বাচন সংশ্লিষ্টরা। বিভিন্ন কেন্দ্র ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে আদর্শপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইটিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমার কেন্দ্রে ৩ হাজার ৯৫২টি ভোটের মধ্যে বেলা ২টা ১২ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১২টি। দক্ষিণ মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র ২টি। এই কেন্দ্রের প্রিসাইটিং কর্মকর্তা জানান, এখানে ২ হাজার ২২৩টি ভোটের মধ্যে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২টি। কেরামতিয়া উচ্চবিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইটিং              অফিসার আজহারুল ইসলাম জানান, তার কেন্দ্রে ভোট সংখ্যা ৩ হাজার ৬৪৯টি। এর মধ্যে বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১টি। তবে কেন ভোটাররা আসছেনা তা বলতে পারব না। মক ভোটিংয়ের বিষয়ে রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ৩ ভাগ ভোট পোল হয়েছে মক ভোটিংয়ে। তবে এটা ব্যাপার নয়। মূল ভোটে রেকর্ড পরিমাণ ভোট পোল হবে বলে আমরা মনে করি। তবে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, মক ভোটিংয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এতে আমরা খুশি। এটা মূল ভোটে কোনো প্রভাব ফেলবে না।

সর্বশেষ খবর