শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিয়াজের দাম কমছে খাতুনগঞ্জে প্রভাব নেই খুচরা বাজারে

মূল্য নিয়ন্ত্রণে গোডাউনেই তালিকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের প্রধান ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পিয়াজের দাম কমতে শুরু করেছে। বুধবার মিয়ানমার থেকে আমদানি করা পিয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা, ভারতের পিয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা এবং তুরস্কের পিয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।  পাইকারি বাজারে পিয়াজের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। নগরের চকবাজার, বহদ্দারহাট, বক্সির হাট বাজারে ঘুরে এ চিত্র দেখা যায়। এসব বাজারে এখনো মিয়ানমার ও ভারতের প্রতিকেজি পিয়াজ ৯০ টাকা করে বিক্রি হচ্ছে। তারা বলছেন বেশি দামে কেনার কারণে কম দামে বিক্রি করতে পারছেন না। এদিকে, পিয়াজের মূল্য নিয়ন্ত্রণে গোডাউনেই ক্রয়-বিক্রয় মূল্য তালিকা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন গোডাউনের সামনে পিয়াজের মূল্য তালিকা টাঙিয়ে দেন। তালিকা মতে, প্রতিকেজি ৬৫ টাকায় ক্রয় করা পিয়াজ ৭০ টাকা বিক্রি করা হচ্ছে। গতকাল বেলা ১১টায় মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার, ধলই ইউনিয়নের কাটিরহাট বাজার এবং নয়াহাট বাজারসহ বিভিন্ন আড়ত ও খুচরা দোকানে তালিকা টাঙানো হয়।

 

সর্বশেষ খবর