শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অভিযোগ ৬৩ হাজার ৪ হাজার অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

অভিযোগ ৬৩ হাজার ৪ হাজার অনুসন্ধান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক আইনের তফসিলের বাইরে থাকায় ৯৩ শতাংশ অভিযোগ আমলে নিতে পারে না কমিশন। তিনি বলেন, আমরা মাত্র ৭ শতাংশ অভিযোগের অনুসন্ধান করি, ব্যবস্থা নিতে পারি। তফসিলবহির্ভূত হওয়ার কারণে বেশির ভাগ অভিযোগের বিষয়েই আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। গতকাল কমিশনের সভায় তিনি এ কথা বলেন। সংস্থাটির জনসংযোগ কার্যালয় বিষয়টি জানিয়েছে। দুদক চেয়ারম্যান বলেন, গত চার বছরে ৬৩ হাজার ৪৬টি লিখিত অভিযোগ এলেও মাত্র ৪ হাজার ৪০৮টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি অভিযোগগুলো দুদক আইনের তফসিলভুক্ত নয় বলে অনুসন্ধানযোগ্য নয়। এই হিসাবে মোট অভিযোগের ৯৩ শতাংশই অনুসন্ধানযোগ্য নয়। পরে বিষয়টির ব্যাখ্যা করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য বলেন, নাগরিকরা ব্যক্তিগত রেষারেষি, ব্যক্তি পর্যায়ের আর্থিক, জমি ও পারিবারিক বিরোধ, প্রতিহিংসাপরায়ণ হয়ে হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগ দায়ের করলেও আইনের তফসিলভুক্ত না হওয়ার কারণে দুদক তা গ্রহণ করে না। ফলে কমিশনের কাছ থেকে প্রতিকার না পেয়ে নাগরিকদের মনে দুদক সম্পর্কে আস্থা হ্রাস পেতে পারে। তিনি বলেন, দুদকের পক্ষে কমিশন আইনের তফসিলবহির্ভূত অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। তাই প্রতিকারের জন্য অবৈধ সম্পদ, ঘুষ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাতের মতো তফসিলভুক্ত অপরাধের বিষয়ে দুদকে অভিযোগ দিতে হবে।

সর্বশেষ খবর