শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে

-র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট। তাঁর নীতি, কৌশল ও লক্ষ্যও স্পষ্ট। ফলে অভিযান চলমান থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনামতেই আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা কাজ বাস্তবায়ন করবে। গতকাল দুপুরে চট্টগ্রাম ক্রীড়া সংস্থার উদ্যোগে সিজেকেএস-কোয়ালিটি আন্তস্কুল দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাদক কারবারিতে জড়িত বড় বড় রাঘববোয়ালকে গ্রেফতার করা হচ্ছে না- এমন প্রশ্নে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘অভিযোগ এক বিষয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ ভিন্ন বিষয়। কিন্তু আমরা এটুকু বলব, প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে ওই নির্দেশনা বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, দাবা মেধার খেলা। অন্যসব শক্তির খেলা। ভারতীয় উপমহাদেশে যত জাতিগোষ্ঠী আছে এর মধ্যে বাঙালি সবচেয়ে চিন্তাশীল। তিনি বলেন, ‘আমি আনন্দিত চট্টগ্রামের এই ক্রীড়া সংস্থার উদ্যোগে ২৬টি স্কুলের ৫৬টি টিম থেকে ২৮০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। দেশ অর্থনীতির অগ্রযাত্রার সুপার হাইওয়েতে আছে। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখতে পারেন। এতে ক্রীড়া আরও বেশি সমৃদ্ধ হবে।’

সর্বশেষ খবর