শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

৩৩ ঘণ্টা অনশন করে দাবি আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

টানা ৩৩ ঘণ্টা পর অনশন ভঙ্গ করলেন বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা। সচেতন নাগরিক কমিটির-সনাক সভাপতি শাহ সাজেদার নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল গতকাল সন্ধ্যা ৭টায় শরবত খাইয়ে তাদের অনশন ভঙ্গ করান। আন্দোলনকারী ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকালে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলমের সঙ্গে দেখা করেন। পুলিশ প্রশাসন নগরীর প্রধান সড়ক এড়িয়ে অন্যান্য সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের একই সঙ্গে এর আগে জব্দ করা রিকশার ব্যাটারি ও মোটর ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৭টায় রিকশা শ্রমিকরা অনশন ভঙ্গ করেন।

সর্বশেষ খবর