শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মাফিয়াদের সম্পদের খোঁজে মাঠে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

মাফিয়াদের সম্পদের খোঁজে মাঠে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর

মাদক মাফিয়াদের সম্পদের খোঁজে মাঠে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরই মধ্যে চট্টগ্রামের শীর্ষ কয়েকজন মাদক ব্যবসায়ীর সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সম্পদের তথ্য সঠিকভাবে বের করতে বিশেষ দলও গঠন করেছে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় অফিস। মাদক ব্যবসায়ীদের সম্পদের হিসাব তদন্তে মাঠে নামার কথা স্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম বিভাগের এক শীর্ষ কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চট্টগ্রামের বিভাগের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সম্পদের হিসাব বের করতে মাঠে নামছে অধিদফতরের কর্মকর্তারা। শীর্ষ মাদক মাফিয়াদের তালিকা তৈরি করা হয়েছে। অধিদফতরের কর্মকর্তাদের দক্ষ করতে কয়েকজন কর্মকর্তাকে ‘মানি লন্ডারিং’ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে অধিদফতরের আরেক কর্মকর্তা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শুধু অভিযান পরিচালনা করবে না। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সম্পদের অনুসন্ধানও করবে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অনুসন্ধান দুদকের সঙ্গে সাংঘর্ষিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। এরই মধ্যে চট্টগ্রাম জেলা ও বিভাগের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর তালিকায় থাকা বাকি মাদক ব্যবসায়ীদের সম্পদ পর্যায়ক্রম অনুসন্ধান করা হবে।’ জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা মাদক ব্যবসায়ী তালিকায় দুই শতাধিক ব্যবসায়ী রয়েছেন চট্টগ্রাম বিভাগে। যার মধ্যে বেশির ভাগই কক্সবাজার ও চট্টগ্রামের। মাদকবিরোধী অভিযানে কয়েকজন মাদক ব্যবসায়ী বন্দুক যুদ্ধে নিহত হলেও বেশির ভাগ মাদক ব্যবসায়ী, গডফাদার ও পৃষ্ঠপোষকরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এসব পৃষ্ঠপোষকদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শুধু তালিকায় থাকা শীর্ষ মাদক ব্যবসায়ীদেরও সম্পদ অনুসন্ধান করবে। শীর্ষ মাদক ব্যবসায়ীদের সম্পদের তথ্য চেয়ে অধিদফতর থেকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), রেজিস্ট্রি অফিস, রিহ্যাবসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। মানিলন্ডারিং বিষয়ক প্রশিক্ষণ নেওয়া মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় থাকা অনেক মাদক ব্যবসায়ী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। মাদক ব্যবসা করেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তারা। এখন আমরা শীর্ষ মাদক ব্যবসায়ীদের সম্পদের অনুসন্ধান করব। এরই মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ীর সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর