শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
দিল্লিতে নসরুল-ব্র্যান্ডে সাক্ষাৎ

জ্বালানি খাত নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আগ্রহী

নিজস্ব প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ, প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সম্পর্ক, বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ ঘাটতি, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বার্জে ব্র্যান্ডে। গতকাল দিল্লির হোটেল তাজ প্যালেসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এক  সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা প্রকাশ করেন তিনি। গতকাল বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। নসরুল হামিদ এ সময় বার্জে ব্র্যান্ডেকে বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করছে। ৫২ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করে বিশ্বে এ ক্ষেত্রে প্রথম হয়েছে। জমির অপ্রতুলতার কারণে সৌরবিদ্যুৎ ব্যাপকহারে করা যাচ্ছে না। এখন ৩৭০.৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ যার অধিকাংশই অফগ্রিড। চরাঞ্চলে মিনিগ্রিড করে আরও সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ২৩০ মেগাওয়াট জলবিদ্যুতের সক্ষমতা আমাদের আছে। এরপরও নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির চেষ্টা চলছে। আর এ প্রচেষ্টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহযোগিতা করতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর