শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এমন শহর গড়তে চাই যেখানে সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না : এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমি চেষ্টা করছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর একটি শহর গড়তে, যে শহরে সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না। কোনো লোকের ভয়ে, হুমকি-ধমকিতে কেউ পিছপা হবেন না, এটাই আমরা চেষ্টা করছি। গতকাল শহরের নিতাইগঞ্জ এলাকায় প্রজন্ম প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি              শংকর সাহা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মনিরুল ইসলাম, সুভাষ সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির প্রমুখ। তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা আবারও ষড়যন্ত্র করতে পারে। বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। তারপরও সাম্প্রদায়িক বিষয়টি টেনে আনা হয়। ধর্মের নামে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়। তবে, নারায়ণগঞ্জে এটা চলবে না। এটা হতে পারবে না। তারপরও বলবো, এই চক্রটি যে কোনো সময় ছোবল দিতে পারে। তাই আপনাদের বলবো চোখ কান খোলা রাখতে। এরা চাইবে একটা ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা প্রমাণ করতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর