শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অবৈধ বাস চলাচল বন্ধের দাবি

খুলনার ৪ রুটের বাস মালিকরা আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা-গোপালগঞ্জ ও খুলনা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪টি রুটে অবৈধভাবে বাস চলাচল ও চাঁদাবাজি বন্ধ এবং বাস মালিককে মারধরের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বিক্ষুব্ধ বাস মালিকরা। গতকাল সকালে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ও জিরোপয়েন্ট থেকে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-মাদারীপুর ও টেকেরহাট-মোকসেদপুর রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস মালিকরা জানায়, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা  মোটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী নেতা আর্থিক সুবিধা নিয়ে এসব রুটে অবৈধভাবে কিছু বাস চলাচলের অনুমতি দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন রুটে মালিক সমিতির নামে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মালিকরা। রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সদস্য খান কামরুজ্জামান বলেন, এ ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় ঢাকা মেট্রো ব ১১-৩৩৫৬ বাসের মালিক মো. হায়দারকে মারধর করা হয়।

খবর পেয়ে বিক্ষুব্ধ মালিক-শ্রমিকরা এই সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

এদিকে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন বলেন, এইসব রুটে অবৈধভাবে বাস চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বাস মালিককে মারধরের ঘটনায় মীমাংসার চেষ্টা চলছে। পরিস্থিতি শান্ত হলেই বাস চলাচল শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর