শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরো পরলোকে

কক্সবাজার প্রতিনিধি

বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরো পরলোকে

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ বৌদ্ধ ধর্মীয় গুরু কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ প-িত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো পরলোকগমন করেছেন। গতকাল রাত পৌনে ১টার দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। সমাজসেবায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। সত্যপ্রিয় মহাথেরো ১৯৩০ সালের ১০ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরকুমার বড়ুয়া এবং মাতার নাম প্রেমময়ী বড়ুয়া। তিনি তার বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে কনিষ্ঠতম। তার পিতৃদত্ত নাম বিধুভূষণ বড়ুয়া। ১৯৫০ সালে তিনি প্রবজ্যা ধর্ম দীক্ষিত হয়ে সত্যপ্রিয় নাম ধারণ করেন। পরের বছর তিনি ভিক্ষু ধর্মে দীক্ষিত হন। ১৯৫৪ সালে উচ্চ শিক্ষার জন্য মিয়ানমারে পাড়ি জমান। সেখানে তিনি ১০ বছর লেখাপড়া, গ্রন্থ রচনা ও সাধনা করেন। মিয়ানমার থেকে ১৯৬৪ সালে দেশে ফিরে এসে তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারে পাঠদানে যোগ দেন। তিনি সমাজসেবায় একুশে পদক ২০১৫, ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্রসংসদ কর্তৃক শান্তি পুরস্কার ২০১০, সমাজসেবায় অবদানের জন্য মিয়ানমার থেকে সম্মাননাসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর