শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

দুই দিনব্যাপী প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো গতকাল শুরু হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল এর উদ্বোধন করা হয়। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) এর আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাকড-ক্যাব সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন ও বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে। এক্সপোতে দেশি-বিদেশি অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনো ফি দিতে হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর