রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিএনপি চায় রাষ্ট্র দুর্নীতির সঙ্গে আপস করুক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপি চায় রাষ্ট্র দুর্নীতির সঙ্গে আপস করুক। কিন্তু রাষ্ট্রের অবস্থান সব সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স- এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ। গতকাল দুুপুরে নগরের ফিনলে স্কয়ারে সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’ আয়োজিত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি। তিনি এতিমখানা নির্মাণ না করে সেই টাকা নিজের ব্যাংক হিসাবে সরিয়ে ফেলেছেন। সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার শাস্তি হয়েছে। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে,  তা হচ্ছে দুর্নীতির সঙ্গে রাষ্ট্র যেন আপস করে। এটি করা তো সম্ভব নয়। বিএনপি একেকবার একেক কথা বলছে। তারা বলছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করবে, বলে রাষ্ট্রপক্ষ যেন বিরোধিতা না করে। আবার বলে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আমি বলব, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। জামিনের বিরোধিতা না করে তাদের আবদার পূরণের কোনো সুযোগ নেই।’ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ। এতে বক্তব্য রাখেন ওয়াসিকা খান এমপি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ম রমিজ উদ্দিন, কবি সাংবাদিক আবুল মোমেন, ওমর কায়সার, পরিচালক অমিতাব রেজা প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর