রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সিলেট সিটির সঙ্গে পাঁচ বিষয়ে কাজ করবে ম্যানচেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সঙ্গে পাঁচটি বিষয়ে কাজ করতে সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার সিটি। গত শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে উভয় সিটির মধ্যে এই স্মারক সই অনুষ্ঠিত হয়। সিসিকের পক্ষে মেয়র আরিফুল হক চৌধুরী এবং ম্যানচেস্টার সিটির পক্ষে মেয়র অ্যান্ডি বারনাম সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক অনুসারে উভয় সিটি শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত ও পরিবেশ এই পাঁচটি বিষয়ে একসঙ্গে কাজ করবে। উভয় সিটি নিজেদের অভিজ্ঞতা ও পরিকল্পনা পরস্পরের সঙ্গে বিনিময় এবং এসব বিষয়ে কার্যকর উন্নয়নের জন্য কাজ করবে। এছাড়া পারস্পরিক সম্পর্কোন্নয়নে উভয় সিটি ঐকমত্যে পৌঁছেছে বলেও স্মারকে উল্লেখ আছে। এই সমঝোতা স্মারক এক বছর পর উভয়পক্ষ মিলে পর্যালোচনা করবে।

অনুষ্ঠানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার ওবিই, সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার সিটির পরিচালক ড্যানিয়েল স্টোর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর