শিরোনাম
রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে গিফটের নামে প্রতারণায় জড়িত দেশি-বিদেশি ১২ চক্র

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণায় নেমেছে দেশি-বিদেশি চক্র। ‘গিফট’ দিয়ে প্রতারণা করে বলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নাম দিয়েছে ‘গিফট পার্টি’। এ চক্রের ফাঁদে পড়ে প্রতিদিনই প্রতারিত হচ্ছেন কেউ না কেউ। প্রাথমিকভাবে এ ধরনের ১২টি চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র জানায়, এ চক্রের সঙ্গে দেশি অপরাধী ছাড়াও যুক্ত রয়েছে আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকরা। চট্টগ্রাম মহানগর কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বিদেশ থেকে গিফট পাঠানোর নাম করে প্রতারণায় নেমেছে কয়েকটি চক্র। প্রতি মাসেই এ ধরনের প্রতারণার অভিযোগ আসছে কাউন্টার টেররিজম ইউনিটে। অভিযোগের পর তদন্ত করতে গিয়ে দেখা গেছে, প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে। যোগাযোগের জন্য যে মোবাইল ব্যবহার করে তাও অন্যের নামে। তাই চাইলেও তদন্তে এগোনো সম্ভব হয় না।’

এ ধরনের কয়েকটি প্রতারণা মামলার তদারকিতে রয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন। তিনি বলেন, ‘আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক ও বাংলাদেশের কিছু প্রতারক এ চক্রের সঙ্গে জড়িত। এখন পর্যন্ত ১০ থেকে ১২ চক্র দেশে সক্রিয় রয়েছে বলে তথ্য রয়েছে। এ চক্রগুলোকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ জানা গেছে, গিফট প্রতারক চক্রের সদস্যরা টার্গেট করা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মোবাইলে যোগাযোগ করে সম্পর্ক স্থাপন করে। এ সম্পর্ক গভীর হওয়ার পর গিফট পাঠানোর কথা বলে তা গ্রহণ করার অনুরোধ করে। কয়েকদিন পর এ চক্রের সদস্যদের একজন কাস্টমস কর্মকর্তা সেজে গিফট ছাড়াতে ‘শুল্কে’র নামে কথা বলে টাকা দাবি করে। একটি ব্যাংক হিসাব নম্বর দিয়ে তাতে টাকা দিতে বলে। প্রথম দফায় টাকা পাঠানোর পর নানান হুমকি ও মামলার ভয় দেখিয়ে আরও টাকা দাবি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর