রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চাঁদাবাজদের হাত থেকে হকারদের রক্ষা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন চাঁদাবাজদের কবল থেকে ফুটপাতের হকারদের রক্ষা করার দাবি জানিয়েছে। গতকাল পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত হকার্স প্রতিনিধি সভায় এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, উপার্জনের সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে রাস্তার পাশে বসে যারা হকারি করে- প্রশাসনের নামে তাদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক ও এককালীন চাঁদা আদায় করা হয়। এমনকি সারাদিন ৭০০ টাকা বিক্রি করে ৩০০ টাকাই চাঁদা দিতে হয়। তারা আরও বলেন, ক্যাসিনো খেলায় যত টাকা উদ্ধার করা হয়েছে তার সিংহভাগই হকারদের কাছ থেকে চাঁদাবাজি করা টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর