সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গরম ঠেকাতে এক কোটি গাছ লাগাবে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আগামী এক বছরে নগরে এক কোটি সবুজ বৃক্ষ রোপণ করবে। ইতিমধ্যে কোনো কোনো স্থানে বৃক্ষ রোপণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নানা উদ্যোগও গ্রহণ করেছে চসিক। তাছাড়া ব্যক্তি ও  প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষ রোপণে আগ্রহীদেরও চসিক নানা সহায়তা দেবে। সবুজায়নের অংশ হিসেবে মাসব্যাপী আয়োজন করে ‘সবুজ মেলা ২০১৯’, ঘোষণা দেওয়া হয় ‘মেয়র অ্যাওয়ার্ড’ এর। ক্রমবর্ধমান গরম তাপমাত্রা ঠেকাতে চসিক এসব উদ্যোগ গ্রহণ করে। চসিকের নগর পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তন, আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধিসহ নানা কারণে গরম বাড়ছে। এর বিপরীতে সবুজায়ন অনেক কম হচ্ছে। তাই চসিক নগরে সবুজায়ন বৃদ্ধি করতে এক কোটি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করে।

সর্বশেষ খবর