Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ অক্টোবর, ২০১৯ ২৩:২৮

খুলনায় চালকদের স্বাস্থ্য পরীক্ষায় হেলথ কার্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় চালকদের স্বাস্থ্য পরীক্ষায় হেলথ কার্ড

খুলনায় মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষায় ডিজিটাল হেলথ কার্ড চালু করা হয়েছে। গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় চালকদের মাঝে এ কার্ড হস্তান্তর করা হয়। এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে তিন মাস অন্তর চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। নিরাপদ সড়ক বাস্তবায়নে খুলনায় প্রথমবারের মতো এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, সড়কে একটি দুর্ঘটনাই জীবনকে দুর্বিষহ করতে পারে। তাই মোটরগাড়ির চালকদের স্বাস্থ্য রক্ষায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর