সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ভারত সফরে সফলতা আসেনি

----------------------- মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ‘সফলতা’ আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সফরে সম্পাদিত চুক্তির সমালোচনা করে নিজের অভিমত তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, দুই তরফা বৈঠকে একতরফা চুক্তি। তরল গ্যাস, চট্টগ্রাম ও মোংলা বন্দর, ফেনী নদীর পানিও যাবে ভারতের  ত্রিপুরার সাব্রুম শহরে। কথা ছিল মৃতপ্রায় তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে আসবেন, উল্টো পানি দিয়ে এলেন। শুধু কি পানি? তরল গ্যাস, একাধারে চট্টগ্রাম আর মোংলা সমুদ্রবন্দর, গভীর সমুদ্রের গ্যাস ব্লক, করিডরসহ অজানা আরও অনেক কিছু। বিনিময়ে এদেশের ১৭ কোটি মানুষের জন্য ১টি মাত্র ঠাকুর পুরস্কার! বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে দুটো দেশের সরকারের এই তামাশা আর কত দিন। ক্যাসিনোর পুরনো নাটক সামনে আনলেন? অবৈধ চুক্তির হেডলাইন ঢাকতে মিডিয়াকে দিলেন নতুন হেডলাইন? জনগণ এখন সব বোঝে। আজকের হেডলাইন হবে- দেশবিরোধী চুক্তি ঢাকতে ক্যাসিনো নাটকের নতুন সংস্করণ।পদক ধুয়ে পানি খাব?

সর্বশেষ খবর