সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব বসতি দিবসে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব বসতি দিবস। ১৯৮৬ সাল থেকে সারা বিশ্ব অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস হিসেবে উদযাপন করে আসছে। সবার জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। অন্য বছরগুলোর মতো এবারও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য- ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’। বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টায় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে থেকে সেগুনবাগিচার গণপূর্ত অধিদফতর পর্যন্ত র‌্যালির আয়োজন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। উদ্বোধন করবেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে তিন দিনব্যাপী গৃহায়ণ মেলার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর