মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

যুক্ত হচ্ছে নতুন ৫০০ শয্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন করে ৫০০ শয্যা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ গত সপ্তাহে স্বাস্থ্য অধিদফতর চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল) তৈরির জন্য চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে মোট শয্যা সংখ্যা এক হাজার ৩৪৮টি। কিন্তু প্রতিনিয়তই রোগী ভর্তি থাকে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার পর্যন্ত। প্রায় প্রতিটি বিভাগেই ফ্লোরে, মেঝেতে, বারান্দা ও সিঁড়িতেও রোগী থাকতে  হয়। এমনটি হৃদরোগে আক্রান্ত রোগীদেরও রাখতে হয় ফ্লোরে। ফলে চট্টগ্রাম বিভাগের সরকারি বৃহত্তম এ সেবা প্রতিষ্ঠানকে রোগী নিয়ে চরমভাবে হিমশিম খেতে হয়। রোগীদেরও পড়তে হয় নানা ভোগান্তিতে। স্বাস্থ্যসেবার এমন ত্রাহি অবস্থায় এ হাসপাতালে নতুন করে শয্যা যুক্ত করার উদ্যোগ নিল সরকার।

ডিপিপি তৈরির চিঠি সম্পর্কে চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘চিঠিতে চমেক হাসপাতালের নতুন ৫০০ শয্যার একটি পূর্ণাঙ্গ ডিপিপি চেয়েছে। কারণ চট্টগ্রামের চিকিৎসা সেবায় নতুন শয্যা যুক্ত হওয়া খুবই জরুরি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর