মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : বস্ত্রমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : বস্ত্রমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েকটি মন্দির পরিদর্শন শেষে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী -বাংলাদেশ প্রতিদিন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বাংলাদেশে বরাবরের মতো বয়ে চলেছে সাম্প্রদায়িক সম্প্রীতি; যা কখনো বিচ্যুতি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় রাষ্ট্র পরিচালনায় এগিয়ে চলেছে দেশ। সেইসঙ্গে সব ধর্মের মানুষের সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পূর্বপাড়া দুর্গা মন্দির,  নাওড়া চীনতলা মহামায়া দেবস্থান দুর্গা মন্দির, নাওড়া মল্লিকবাড়ী দুর্গা মন্দির, দেইলপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, নয়ামাটি দুর্গা মন্দিরসহ আটটি ম প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, সহসভাপতি হাজী ইয়ার হোসেন, কায়েতপাড়া যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূইয়া, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, যুবলীগ নেতা নবী হোসেন, রাজু হাসান আলেক, মতিন মেম্বার প্রমুখ।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর তাই সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে পালন করছে। দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই কোনো পূজাম পে হামলা ও ভাঙচুর হচ্ছে না।

সর্বশেষ খবর