মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের নাটক ‘ঠিকানা’

সাংস্কৃতিক প্রতিবেদক

মুক্তিযুদ্ধের নাটক ‘ঠিকানা’

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালে যুদ্ধকালে উৎপল দত্ত রচনা করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ঠিকানা’। আর যুদ্ধকালীন ২ আগস্ট কলকাতায় নাটকটির মঞ্চায়ন হয়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই নাটকটি একটি অনন্য দলিল। এটি শুধু নাটকই নয়, বাঙালির আত্মত্যাগের একটি মূল্যবান উপাখ্যানও। আর সেই আখ্যান অবলম্বনেই ঢাকার মঞ্চে নাটকটি উপস্থাপন করেছে লোক নাট্যদল (বনানী)। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। ড. প্রণবানন্দ চক্রবর্তী নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামসাদ বেগম, সোহেল মাসুদ, মিনহাজুল হুদা দীপ, আরিফ আহম্মেদ, ইউজিন গোমেজ, তনয় মজুমদার, আবদুল্লাহ আল হারুন, ড. প্রণবানন্দ চক্রবর্তী, সুধাংশু নাথ, সাদেক ইসলাম, মনিকা বিশ্বাস, অন্দ্রিলা অদিতি দাস, জসিমউদ্দিন খান, মোজাক্কির আলম রাফান প্রমুখ।

জগন্নাথ হলে নৃত্য ও গানের আসর : সনাতন ধর্মাবলম্বীদের চলমান দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজাম পে নৃত্য ও গীতের আসর বসিয়েছে সাংস্কৃতিক সংগঠন বাঁশরী। এরই অংশ হিসেবে গতকাল নবমীর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর নৃত্য ও গানের আসর। সুরের মূর্ছনা ও নৃত্যের তালে তালে সমগ্র আয়োজনে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। উপস্থিত দর্শক-শ্রোতারাও তন্ময় হয়ে উপভোগ করেন সুর আর ছন্দের মন মাতানো পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় সাজু খাদেম ও সংগীত পরিচালনায় ছিলেন সুদাম কুমার বিশ্বাস।

সর্বশেষ খবর