বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দর্শনার্থীদের পদচারণায় জমেছে গৃহায়ণ মেলা

নিজস্ব প্রতিবেদক

দর্শনার্থীদের পদচারণায় জমেছে গৃহায়ণ মেলা

তিন দিনব্যাপী গৃহায়ণ মেলা জমে উঠেছে। শারদীয় দুর্গোৎসবের ছুটির দিন হওয়ায় গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই মেলায়  ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল। এক ছাদের নিচে ফ্ল্যাট নির্মাণসামগ্রীর বিষয়ে খোঁজখবর নিয়েছেন সবাই। মেলা উপলক্ষে নানা ছাড় ও উপহার দিচ্ছে আবাসন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। এসব ছাড়ের কারণে নতুন বাড়ি করার বিষয় জানতে দর্শণাথীদের বেশি আগ্রহ দেখা গেছে।  বিশেষ করে বিকাল ৩টায় পর থেকে দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গণ জমে ওঠে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আবাসন মেলার দ্বিতীয় দিনে গতকাল দর্শনার্থী ও নতুন বাড়ি করার মালিকদের ভিড় দেখা যায়। অনেক স্টলে পরিবেশবান্ধব বাড়ি নির্মাণে নানা ধরনের সহযোগিতা ও পরামর্শ চান দর্শকরা। এ জন্য মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা বেশ খুশি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আজ মেলার শেষ দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলায় অংশ নিয়েছে দেশের খ্যাতনামা ২৪টি প্রতিষ্ঠান। জানতে চাইলে মেলায় অংশ নেওয়া আর এফ এলের উপ-সহকারী ম্যানেজার কামরুল হাসান মিঠু বলেন, এবারের মেলা বেশ ভালো চলছে। মেলার সময় বাড়ানো হলে আরও ভালো হতো। তিনি বলেন, পরিবেশবান্ধব বাড়ি করার পর দেশের আবহাওয়া উপযোগী রং ব্যবহার জরুরি। এতে ভবনের স্থায়িত্ব বাড়ে এবং পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যায়। মীর কনক্রিট ব্লক স্টলের জ্যেষ্ঠ নির্বাহী (বিক্রয় ও বিপণন) আসাদুজ্জামান নূর  বলেন, আমাদের স্টলে যারা এসেছেন তাদের নতুন বাড়ির জন্য মীর কনক্রিট সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি। উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সন্ধ্যায় ফিতা কেটে গৃহায়ণ মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে মেলায় স্টল দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর