বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ

খুলনায় সংগ্রাম হত্যার মদদদাতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ

খুলনায় কয়েকটি হত্যাকান্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা পাওয়ায় অপরাধ দমনে তৎপর হয়েছে পুলিশ। এরই মধ্যে রূপসায় মাছ কোম্পানির কর্মচারী শারজিল ইসলাম সংগ্রাম (২৮) হত্যার প্রধান অভিযুক্ত রাহাত শিকদার (২৭) ও মদদদাতা আদম শেখ (৩৪)-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ এসব তথ্য জানিয়েছেন। জানা যায়, ২৬ সেপ্টেম্বর দুপুরে পূর্ব রূপসায় সন্ত্রাসীরা ছুরিকাঘাতে ব্রাইট সি ফুডের কর্মচারী সংগ্রামকে হত্যা করে। এর আগে ২৪ সেপ্টেম্বর সোনাডাঙ্গা মজিদ সরণিতে মহিদুল ইসলাম (২৬) ও পরে ১ অক্টোবর সোনাডাঙ্গা খাঁ বাড়ির মোড়ে শহিদুল ইসলাম রাসেলকে (১৮) কুপিয়ে হত্যা করা হয়। এসব হত্যাকাে র পর পরই কিশোর গ্যাংয়ের তৎপরতা আলোচনায় আসে। এদিকে রূপসার সংগ্রাম হত্যাকাে  জড়িত সন্দেহে পুলিশ নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার রাহাত শিকদার, পূর্ব রূপসা এলাকার আদম শেখ, সুমন মোল্লা, আলমগীর মোল্লা ও বায়েজিদ সরদারকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, কিশোর গ্যাং দমনে অভিযান শুরু হয়েছে। তারা যে দলের সঙ্গে বা প্রভাবশালীদের সঙ্গে থাকুক না কেন কঠোর হাতে দমন করা হবে। কিশোর গ্যাং যাতে নাশকতা বা খুন-খারাবি করতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, সংগ্রাম হত্যার মদদদাতা ও পৃষ্ঠপোষকতাকারী আদম শেখকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে মোবাইল চুরির ঘটনা সামনে এলেও এলাকায় ত্রাস সৃষ্টি, রূপসা মাছ কোম্পানিতে আতঙ্ক বা প্রভাব বিস্তারের জন্য এই হত্যাকা- কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর