বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি, ১১ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি, ১১ রোহিঙ্গা আটক

টেকনাফ সমুদ্রোপকূলে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তার মধ্যে চারজন নারী। গতকাল ভোররাত ৫টার দিকে উপজেলার বাহারছড়া থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় দালাল চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো দালালকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। আটক রোহিঙ্গারা হলেন রাফিউল কাদের (২১), ইলিয়াস রিয়াজ (১৬), মোহাম্মদ আইয়ুব (১৮), আমির হাকিম (১৩), মোহাম্মদ ইলিয়াস (২০), ইবরাহিম (১৭), জানে আলম (৮), আরেছা বিবি (২১), তসলিমা (১৫), হারিদুর ইয়াসমিনা (১৯), জাহেরা (১৭)। তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া দিয়ে কিছু রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো   হন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় চার নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়।

 

সর্বশেষ খবর